ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরাইলে ট্রাকচাপায় প্রভাষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
সরাইলে ট্রাকচাপায় প্রভাষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (০৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৯) জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামের আব্দুল হাফিজের ছেলে। তিনি জেলার আখাউড়া উপজেলাধীন রাণীখার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন।  

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বাংলানিউজকে জানান, কুট্টাপাড়া এলাকায় হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে নিহতের স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।