ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরগুনা: বরগুনায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শানু সরদার (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত শানু বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের চালিতাতলা গ্রামে নিজ বাড়ির সামনে দুর্ঘটনার শিকার হন।

৫ জানুয়ারি দুর্ঘটনার পর বরগুনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ বরিশাল থেকে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনায় এক সপ্তাহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্যাটারি চালিত ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে। বেশিরভাগ গাড়িতে অদক্ষ চালক থাকার কারণে আগের তুলনায় দুর্ঘটনার সংখ্যা বেড়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম মুঠোফোনে বাংলানিউজকে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।