ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

নেশাগ্রস্ত হয়ে মা-বাবাকে মারপিট, তরুণের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, জানুয়ারি ১৮, ২০২২
নেশাগ্রস্ত হয়ে মা-বাবাকে মারপিট, তরুণের কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নেশাগ্রস্ত হয়ে মা-বাবাকে মারপিট ও এলাকাবাসীর সঙ্গে অসংলগ্ন আচরণের অভিযোগে পারছু মিয়া (৩৫) নামে এক তরুণকে ভ্রাম্যমান আদালতে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এই দন্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

দন্ডাদেশপ্রাপ্ত পারছু উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের সামছু মিয়ার ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারছু নেশাগ্রস্ত। প্রায়ই মাদক সেবনের পর তিনি তার বাবা ও মাকে মারপিট করেন। অসংলগ্ন আচরণ দ্বারা এলাকায় মানুষের সঙ্গে বিরক্তির উদ্রেক করেন। বিকেলে তিনি তার বাবা-মাকে মারপিট করছিলেন। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত ছুটে যায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা  মোতাবেক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বাংলানিউজকে জানান, দন্ডাদেশ প্রদানের পর পারছুকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেছে।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।