ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে বাবা আব্দুল জলিলের মৃত্যুর খবর সইতে না পেরে প্রবাস ফেরত ছেলে জুলমত আকন্দেরও (৩০) মৃত্যু হয়েছে। তারা উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গাইরা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  

স্থানীয় রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকনুজ্জামান বাংলানিউজকে জানান, শনিবার রাতে আব্দুল জলিল আকন্দ অসুস্থ হয়ে পড়লে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তখন বাবার মৃত্যুর সংবাদের শোক সইতে না পেরে ছেলে জুলমত আকন্দ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোরে মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান মো. রুকনুজ্জামান আরও বলেন, জুলমত বিদেশে থাকতেন। সম্প্রতি তিনি বিয়ে করার জন্য দেশে আসেন। জুলমত দেশে আসার পর কনে দেখে বিয়ে ঠিক হয়েছিল। আজই তার কাবিন করানোর কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।