ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রমনায় ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
রমনায় ইয়াবাসহ গ্রেফতার ২ ...

ঢাকা: রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ৮ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. আসাদুজ্জামান খান ওরফে মিরাজ ও মো. মইন উদ্দিন ওরফে আদম আলী।

রোববার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ফজলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে রমনা মডেল থানার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এলাকার ১২২/সি কাকরাইল বীর উত্তম সামসুল আলম সড়ক মায়ের দোয়া ষ্টোরের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।