ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের রমজান বিবি বাজারে পিকআপভ্যানের চাপায় নুরুল ইসলাম চৌধুরী (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের রমজান বিবি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর গাড়িটিসহ চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

নুরুল ইসলাম চৌধুরী ১ নম্বর ওয়ার্ড উত্তর একলাশপুর গ্রামের মৃত আবদুল হক চৌধুরীর ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার)।

স্থানীয়রা জানায়, রাতে রমজান বিবি বাজার থেকে বাড়ি ফেরার জন্য প্রধান সড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন নুরুল ইসলাম। সড়ক পার হওয়ার সময় মাইজদী থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান তাকে চাপা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।