ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু ফাইল ফটো

ব‌রিশাল: ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় বসানো হয়েছে বৈদ্যুতিক বিশেষ ফাঁদ। আর সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আউয়াল হাওলাদার (৪০) নামে এক ক্ষেত মালিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামে এমন ঘটনা ঘটে।

আউয়াল ওই গ্রামের আলী হাওলাদারের ছেলে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন তিনি। কিন্তু অসাবধানতায় সেই ফাঁদেই বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৭, ২০২২
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।