ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

চরভদ্রাসনে কলেজছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
চরভদ্রাসনে কলেজছাত্রীর আত্মহত্যা প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মিনজিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।  

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের বড় গাজীরটেক গ্রামে এ ঘটনা ঘটে। মিনজিয়া চরভদ্রাসন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

মিনজিয়ার বড় ভাই শেখ আজাদ জানান, মিনজিয়া তাদের পাঁচ ভাই-বোনদের মধ্যে সবার ছোট। ওইদিন তার বাবা শেখ আ. রশিদ কৃষি কাজে বাড়ির পাশে ফসলের মাঠে ছিলেন এবং ‘মা’ আসমা বেগম বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে মিনজিয়া একা ছিলেন। সন্ধ্যার দিকে তার চাচী হাফেজা বেগম ওই বাড়িতে এলে তিনি মিনজিয়াকে ঘরের বারান্দার চালের কাঠের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুঁলে থাকতে দেখে চিৎকার দেন। পরে মিনজিয়াকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।  

এ বিষয়ে ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিনজিয়ার ভাই শেখ আজাদ বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।