ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চেন্নাইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়ানোর আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
চেন্নাইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়ানোর আহ্বান কথা বলছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ঢাকা: ভারতের চেন্নাইয়ে বাংলাদেশের নতুন মিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) তিনি সেখানের নতুন এই মিশন পরিদর্শন করেন।



চেন্নাইয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিস খোলা হয়েছে। তিনি এই মিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।  

ভারতের দক্ষিণাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বাড়াতে মিশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। গত বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের কথা রয়েছে। পররাষ্ট্র সচিবের দিল্লি সফরকালে বিষয়টি আলোচনা হতে পারে।

আগামীতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা করবেন মাসুদ বিন মোমেন।
তিন দিনের সফর শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত বছর ডিসেম্বরে বাংলাদেশ সফর করেন। সেসময় মাসুদ বিন মোমেনকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।