ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবের বৈঠক

ঢাকা: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়া দিল্লিতে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে দুই পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। তারা দুই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের গতি ধরে রাখতে জোর দিয়েছেন।

তিন দিনের সফর শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগামী শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় ফিরবেন।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেন। সে সময় মাসুদ বিন মোমেনকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।