ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহে শহীদ সেনাদের স্মরণে দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
বিডিআর বিদ্রোহে শহীদ সেনাদের স্মরণে দোয়া মাহফিল ছবি: আইএসপিআর

ঢাকা: বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাওয়ার অ্যাংকর হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, দোয়া মাহফিল ছাড়াও রাওয়ার উদ্যোগে বনানী সামরিক কবরস্থানে একইদিন বেলা সাড়ে ১১টায় শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনী প্রধান ও রাওয়ার প্রধান পৃষ্ঠপোষক জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, রাওয়ার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ, রাওয়ার সেক্রেটারি জেনারেল লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামরুল ইসলাম, রাওয়ার ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, রাওয়ার ভাইস চেয়ারম্যান কমোডর (অব.) মো. খুরশীদ মালিক, রাওয়ার ভাইস চেয়ারম্যান এয়ার কমোডর (অব.) আনিসুর রহমানসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য, রাওয়ার সাধারণ সদস্য ও বিডিআর বিদ্রোহে শহীদ ৫৭ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।