ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে বিএনসিসি প্লাটুন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
কাপ্তাইয়ে বিএনসিসি প্লাটুন উদ্বোধন

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুন উদ্বোধন করা হয়েছে।  

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনসিসি প্লাটুন উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অব অনার দেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেট। গার্ড অব অনার শেষে প্রধান অতিথি বিএনসিসি পতাকা উত্তোলনের মাধ্যমে বিএনসিসি প্লাটুন উদ্বোধন করেন এবং পরে তিনি ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য দেন।  

এসময় কর্ণফুলী রেজিমেন্টের চট্টগ্রামের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের ভারপ্রাপ্ত অধিনায়ক কমান্ডার এম মামুনুর রশিদ, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার নূরে আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, বিএনসিসি নৌ উইংয়ের উপ-পরিচালক  লেফটেন্যান্ট কমান্ডার কাজী ইফতেখার হোসেন, চট্টগ্রাম ফ্লোটিলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. গোলাম মোহাইমেনসহ পদস্থ সামরিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

পরে প্রধান অতিথি নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন এবং কাপ্তাই নৌঘাঁটি শহীদ মোয়াজ্জমের ড্রিল সাইডে কাপ্তাই বিএনসিসি সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।