ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকা-লন্ডন প্রতিরক্ষা সংলাপ শুরু হচ্ছে বুধবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মার্চ ২, ২০২২
ঢাকা-লন্ডন প্রতিরক্ষা সংলাপ শুরু হচ্ছে বুধবার বাংলাদেশ--যুক্তরাজ্য

ঢাকা: প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে প্রথমবারের মতো ঢাকা-লন্ডন প্রতিরক্ষা সংলাপ শুরু হচ্ছে বুধবার(২ মার্চ) সংলাপে নিরাপত্তা, সামরিক সহযোগিতা, ইউক্রেন ইস্যু, বাংলাদেশ অস্ত্র বিক্রি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, ঢাকায় আয়োজিত এই সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মুহাম্মদ মশিউর রহমান।

আর ব্রিটিশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তরের পরিচালক (ইন্দো প্যাসিফিক) ডমিনিক উইলসন।

ঢাকা-যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোই এই সংলাপের মূল লক্ষ্য। একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশ কীভাবে কাজ করবে সে বিষয়েও আলোচনা হবে।

যুক্তরাজ্য বাংলাদেশে সামরিক সহযোগিতা দিয়ে আসছে। এছাড়া বাংলাদেশ যুক্তরাজ্য থেকে যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ কিনে থাকে। বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রিতে যুক্তরাজ্যের আগ্রহ রয়েছে। এসব বিষয় এই সংলাপে প্রাধান্য পাবে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
টি আর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।