ঢাকা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে মহাসড়কের পাশে যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
বড়াইগ্রামে মহাসড়কের পাশে যুবকের মরদেহ

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কের পাশ থেকে মো. হিরো সরকার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৬ মার্চ) সকালে উপজেলার তিরাইল সুতারপাড়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হিরো উপজেলার ধানাইদহ এলাকার বিদ্যুৎ সরকারের ছেলে।  

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় এক ব্যক্তি খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে ওই যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখেন। তার দেওয়া খবরের ভিত্তিতে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

ওসি বলেন, মরদেহের গলায় রশি পেঁচানো ছিল। মুখমণ্ডল ছিল রক্তাক্ত। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর এ স্থানে মরদেহটি ফেলে রাখা হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

কে বা কারা কেন তাকের হত্যা করেছে, সে রহস্য উদ্ঘাটনে পুলিশ সুপারের নির্দেশে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কাজ শুরু করেছে। নিহত হিরো একজন পেশাদার চোর হিসেবে এলাকায় পরিচিত। তার নামে বড়াইগ্রাম থানায় চুরিসহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।