ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাখির খামারে দুর্বৃত্তদের আগুন, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
পাখির খামারে দুর্বৃত্তদের আগুন, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

নওগাঁ: নওগাঁর সাপাহারে পাখির খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ মার্চ) ভোর রাতে উপজেলার তিলনা ইউনিয়নের ছোটমামুরিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খামার মালিক মতিউর রহমান জানান, বুধবার ভোর পৌনে ৪টার দিকে কে, বা কারা তার খামারে আগুন লাগিয়ে দেয়। এসময় স্থানীয় লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থলে এসে ভয়াবহ আগুন দেখতে পাই। তাৎক্ষণিক স্থানীয় লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হই।  

তিনি বলেন, আগুনে ফেন্সি ও বিভিন্ন প্রজাতির ৩৫০টি বড় কবুতর, ১৫০টি কবুতরের বাচ্চা, ১০০পিস কবুতরের ডিম, ১০০টি বিদেশি বাজরিকা পাখি, বিভিন্ন  প্রজাতির ২৪টি বিদেশি ঘুঘু, খামারের ক্যাশবক্সে থাকা নগদ ৫২ হাজার টাকা, আসবাবপত্র, পাখির খাঁচা, পাখির খাদ্যসামগ্রী পুড়ে গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তদন্তের জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। এঘটনায় সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে থানায়  কেউ মামলা দেয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১৬ মার্চ, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।