ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বেলকুচিতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
বেলকুচিতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন গোপাল চন্দ্র সূত্রধর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র সূত্রধর (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (৩০ মার্চ) দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের বিচারক তানবীর আহমেদ এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত গোপাল বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত হরিপদ সূত্রধরের ছেলে।  

আদালতের স্টেনোগ্রাফার সেলিনা আখতার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার বিবরণ থেকে জানা গেছে, গোপাল চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ২৮ আগস্ট সকালে বেলকুচির চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গোপালকে দেশীয় তৈরি সাতটি পাইপগানসহ আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার এ রায় দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।