ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরের জেল, শ্বশুরের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
বরের জেল, শ্বশুরের জরিমানা

খাগড়াছড়ি: বাল্যবিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ। নতুন বউ নিয়ে বাড়ি ফিরছিলেন বর।

কিন্তু শেষ রক্ষা হলো না। ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হতে হলো তাদের।

এ সময় শ্বশুরকে দুই হাজার টাকা জরিমানা ও বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিট্টেট ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ। পাশাপাশি খাগড়াছড়ি সদরের নিকাহ রেজিস্ট্রার কাজী জাহিদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাটিরাঙা উপজেলার তাইন্দং মাইজপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. মনির হোসেন (২৯)। তিনি পানছড়ি উপজেলার উমরপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়েকে (১৬) বিয়ে করেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে উল্টাছড়ি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত শ্বশুর-বরকে জরিমানা ও সাজা প্রদান করে। অন্যদিকে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। ইউএনও রুবাইয়া আফরোজ ও পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।