ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ছবি

নীলফামারী: নীলফামারীতে ট্রেনের ধাক্কায় আবু তালহা (৫০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওমর ফারুক (৩৬) নামে তার সহদোর ভাই।

 

রোববার (৩ এপ্রিল) দুপুরের দিকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের খয়রাত নগর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত তালহা ও ফারুক দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের শামসুল আলমের ছেলে।  

স্থানীয়রা জানান, দুপুরের দিকে দুই ভাই তালহা ও ফারুক মোটরসাইকেলে করে নীলফামারী শহরে যাচ্ছিলেন। পথে খয়রাত নগর স্টেশনের অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন দুই ভাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তালহার মৃত্যু হয়। ফারুক নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।