ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় ট্রাকচাপায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মে ২০, ২০২৪
মঠবাড়িয়ায় ট্রাকচাপায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাকচাপায় মো. খাইরুল ইসলাম পনির (৪৬) নামে এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন।  

রোববার (১৯ মে) রাতে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পনির উপজেলার বেতমোড় ইউনিয়নের জরিপের চর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোশারেফ তালুকদারের ছেলে। তিনি পৌরসভার ডাকবাংলো এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বন্ধুদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে উপজেলা সদরের বাসায় ফিরছিলেন। হঠাৎ তার মোটরসাইকলেটি বিকল হলে তিনি সেটি নিয়ে হেঁটে আসছিলেন। এ সময় ওই সড়কের খান বাড়ি সংলগ্ন স্থানে তুষখালী থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সোলায়মান সালেহিন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে তা আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, মে ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।