ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, সেপ্টেম্বর ২৩, ২০২৫
বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার শফিক মিয়া নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার মো. কুদ্দুসের ছেলে। সোমবার রাতে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে সোনারগাঁ পুরাতন বাজারের করিম খানের ভাড়া বাসায় স্ত্রী সখিনা বেগমকে (৩৮) গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন শফিক। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন (৪৮) বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তারের পর শফিক মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।