ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত মূল্য নেওয়ায় রায়পুরে ৯ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
অতিরিক্ত মূল্য নেওয়ায় রায়পুরে ৯ ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুর: অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে লক্ষ্মীপুরের রায়পুর শহরে পৃথক অভিযানে নয় ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন দাশ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এ পৃথক অভিযান পরিচালনা করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে রায়পুর শহরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অতিরিক্ত দায়ে পণ্য বিক্রি নয়জন অসাধু ব্যবসায়ীকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নয় মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

অভিযানকালে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট ও রায়পুর থানার পুলিশ সদস্যরা। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮০০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।