ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
দিনাজপুরে র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

দিনাজপুর: দিনাজপুরে অভিযান চালিয়ে ৭৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

বুধবার (০৬ এপ্রিল) রাত ১০টায় র‌্যাব দিনাজপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ফাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে বুধবার সকালে দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিষ্ণু মূর্তিসহ ওই ২ জনকে আটক করা হয়।  

আটককৃতরা হলেন- ৪৮ বছর বয়েসী ওয়াহিদুর রহমান ও ৫০ বছর বয়েসী রনজিৎ দাস। আটক ওয়াহিদুর বাড়ি উপশহর ৫নং ব্লকে ও রনজিৎ দাস শহরের গুঞ্জাবাড়ী এলাকার বাসিন্দা।  

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটির মূল্য প্রায় ৬৪ লাখ টাকা। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল বলে স্বীকার করে।  

পরে আটককৃত ওই দুইজনকে কোতয়ালী থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।