ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি, উল্লাপাড়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি, উল্লাপাড়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ: মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রিসহ বিভিন্ন অপরাধে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আড়তগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

মাহমুদ হাসান রনি বাংলানিউজকে জানান, মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে শুভ সৈকত আড়তকে ১৫ হাজার, রমজানে পাকা রশিদ না রাখা ও বেশি দামে পণ্য বিক্রির জন্য ইয়াকুব স্টোরকে পাঁচ হাজার এবং মূল্য তালিকা না থাকায় এক ফল বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।