ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বানিয়াচংয়ে সংঘর্ষে দেশি অস্ত্রের আঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
বানিয়াচংয়ে সংঘর্ষে দেশি অস্ত্রের আঘাতে যুবক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে দেশি অস্ত্রের আঘাতে মোশাহিদ মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষে কয়েকজন।

 

রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দোয়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাহিদ একই গ্রামের সবুর উল্লার ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বাংলানিউজকে জানান, দোয়াতপুর গ্রামের হাফিজুল মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদির মিয়ার পরিবারের বিরোধ রয়েছে। এনিয়ে সকাল সাড়ে ১০টায় দু’পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আব্দুল কাদির মিয়ার লোকজনের ছোড়া ফিকল (দেশি অস্ত্র) হাফিজুলের পক্ষের মোশাহিদ মিয়ার বুকে বিদ্ধ হয়। এ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
খবর পেয়ে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। দাঙ্গার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওসি জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।