ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় রেজাউল ইসলাম (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

রোববার (১৭ এপ্রিল) সকালের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলী আলিফ স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ওই উপজেলার চণ্ডিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বাংলানিউজকে জানান, ভূঞাপুরের গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহ আলম তার কয়েকজন সমর্থকদের নিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে শপথ নিতে যান। সঙ্গে যাওয়া সমর্থকদের একজন রেজাউল। শপথ শেষে ফেরার পথে ঘটনাস্থলে রেজাউলের মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃতু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দু’জন আহত হন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।