ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘রোগীকে ভেতরে রেখে পুলিশের সামনেই অ্যাম্বুলেন্স ভাঙে ব্যবসায়ীরা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
‘রোগীকে ভেতরে রেখে পুলিশের সামনেই অ্যাম্বুলেন্স ভাঙে ব্যবসায়ীরা’

ঢাকা: রাজধানীর আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একজন মুমূর্ষু রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিউমার্কেটের সামনে পৌঁছালে ব্যবসায়ীরা রোগীকে ভেতরে রেখেই অ্যাম্বুলেন্সটি ভাঙচুর শুরু করেন।

অ্যাম্বুলেন্সটির চালক মো. জাহাঙ্গীর আলম অনেক মিনতি করেও ভাঙচুর ঠেকাতে পারেননি। ঘটনাস্থলে তখন পুলিশ সদস্যরাও ছিলেন, তারা ভাঙচুর ঠেকাতে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেছেন অ্যাম্বুলেন্স চালক।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নিউমার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, দুপুর ১২টার দিকে আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ইমার্জেন্সি রোগী নিয়ে যাচ্ছিলাম ঢাকা মেডিক্যালে। পথে শিক্ষার্থীরা আটকালে তাদের কাছে অনুরোধ করি, রোগীর অবস্থা সংকটাপন্ন, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে—এই কথা শুনে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেন। আমাদের রাস্তা করে দেন যেন আমরা যেতে পারি।

অ্যাম্বুলেন্স চালক আরও বলেন, শিক্ষার্থীদের পার হয়ে যখন অ্যাম্বুলেন্স নিয়ে নিউমার্কেটের সামনে যাই তখনি ব্যবসায়ীরা আমার গাড়িতে হামলা করে। তাদের আমি হাতে-পায়ে ধরে অনুরোধ করেছি এবং গাড়ির কাগজপত্র দেখিয়েছি। কিন্তু তারা অ্যাম্বুলেন্সটি আটকে দেয় এবং ভেঙে ফেলে। মুমূর্ষু রোগীর কথা বললেও তারা আমার অনুরোধ রাখেননি। পরে ভাঙা অ্যাম্বুলেন্স নিয়ে রোগীকে হাসপাতালে পৌঁছে দেই।

তিনি বলেন, আমার গাড়িটিতে যখন হামলা করা হয় তখন হামলাকারীদের পাশে পুলিশ ছিল। কিন্তু তারা একটা বারের জন্যও এগিয়ে আসেনি আমাকে সাহায্য করতে। পুলিশের সামনেই অ্যাম্বুলেন্সটি ভেঙে ফেলে হামলাকারীরা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এসজএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।