ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নৌকাডুবি: ৭ ঘণ্টা পর মিলল নিখোঁজ শ্রমিকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
নৌকাডুবি: ৭ ঘণ্টা পর মিলল নিখোঁজ শ্রমিকের মরদেহ 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টার পর শ্রমিক বিল্লালের (২৭) নামে মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে জেলা সদরের উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডু্বুরি দল।

 

বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে তিতাস নদী দিয়ে চাপুইর থেকে ধান বোঝাই একটি নৌকা বাসুদেব যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দু’জন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিলেন। হঠাৎ কিছুদূর যাওয়ার পর নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ সময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি সাঁতারে নদীর তীরে ওঠেন। তবে শ্রমিক বিল্লালের কোনো সন্ধান মেলেনি। পরে সাত ঘণ্টা চেষ্টার পর কিশোরগঞ্জ থেকে আসা ডুবুরি দলের সদস্যরা বিল্লালের মরদেহ উদ্ধার করেন।

** তিতাস নদীতে নৌকাডুবে শ্রমিক নিখোঁজ

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।