ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নিকলীতে টিসিবির পণ্যবোঝাই নৌকাডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
নিকলীতে টিসিবির পণ্যবোঝাই নৌকাডুবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নদীতে টিসিবির পণ্যবোঝাই নৌকা ডুবে গেছে।  

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সিংপুর বাজারের কাছে ধনু নদীতে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে টিসিবির ডিলার শফিকুল ইসলাম টিসিবির পণ্য নিয়ে নিকলী সদর থেকে ইঞ্জিনচালিত নৌকায় সিংপুরের দিকে রওনা দেয়। সকাল ১০টার দিকে সিংপুর বাজারের কাছে পৌঁছালে তীব্র স্রোতে টিসিবির পণ্যবোঝাই নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটিতে ৫৫১টি কার্ডের পণ্য ছিল। প্রতি প্যাকেটে দুই কেজি চিনি, দুই লিটার তেল, দুই কেজি ছোলা ও দুই কেজি ডাল রয়েছে। ঘটনার খবর পেয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।  

এ ব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান বাংলানিউজকে জানান, স্থানীয়ভাবে চেষ্টা চালিয়ে অর্ধেকেরও বেশি মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কার্ডধারীদের পণ্য দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।