ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে

খুলনা: ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা বৃহস্পতিবার (২১ এপ্রিল) খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় টাউন জামে মসজিদে। অন্যান্য ঈদগাহ ও মসজিদসমূহে ঈদের জামাতের সময় সূচি স্ব-স্ব কমিটি নির্ধারণ করবে।

সভায় জানানো হয়, করোনা পরিস্থিতি উন্নতি হলেও এখনও পুরোপুরি চলে যায়নি। সুতরং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরে ঈদগাহে আসতে হবে। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো, যততত্র তোরণ স্থাপন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো যাবে না।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।