ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
সিলেটে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সিলেট: সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সোয়া ১০ টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের খাসদবির পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রফিকুল ইসলাম সিলেট সদরের এয়ারপোর্ট থানাধীন পীরের গাঁও এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।  

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম এয়ারপোর্ট এলাকার একটি পার্কে ইনডোরে ডেঞ্জার গেম খেলা দেখাতেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রফিকুল ইসলাম মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন রাব্বি (২০) ও নাঈম (১৭) আহত হয়েছেন।
 
আহত রাব্বি নগরের শাহী ঈদগাহ অনামিকা ৫২ নং বাসার বাচ্চু মিয়ার ছেলে এবং নাঈম একই এলাকার নজরুল ইসলামের ছেলে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  

তিনি বলেন, আহতদের মধ্যে নাঈমের অবস্থা গুরুতর। তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘন্টা, এপ্রিল ২১, ২০২২
এনইউ/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।