ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

নান্দাইলে বিস্ফোরণের ঘটনার প্রধান আসামি গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
নান্দাইলে বিস্ফোরণের ঘটনার প্রধান আসামি গ্রেফতার 

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে গত ২০ এপ্রিল একটি অবৈধ পটকা কারখানার বিস্ফোরণে দুই নারী শ্রমিক নিহতের ঘটনায় প্রধান আসামি বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ সিআইডির পুলিশ সুপার (এসপি) মো. আনিছুর রহমান এ তথ‍্য নিশ্চিত করেছেন।

বোরহান উদ্দিন নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামের চাঁন মিয়া মুন্সির ছেলে।

সিআইডির পুলিশ সুপার জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, বাঁশহাটি গ্রামে অবৈধ পটকা কারখানায় বিস্ফোরণে দুই নারী শ্রমিক নিহতের ঘটনায় ২০ এপ্রিল রাতেই পুলিশ বাদী হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা ও একটি বিস্ফোরক মামলা দায়ের করেছে। শুক্রবার (২২ এপ্রিল) মামলা দুটি নান্দাইল থানা থেকে সিআইডিতে স্থানান্তর হলে এক দিনের মধ‍্যেই অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।