ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাবার সামনেই বজ্রপাতে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, মে ১৭, ২০২৪
সিলেটে বাবার সামনেই বজ্রপাতে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

সিলেট: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে রেদোয়ান আহমদ (১২) নামে এক শিশু বজ্রপাতে মারা গেছে।

শুক্রবার (১৭ মে) দুপুর ১টার উপজেলার আটগ্রামের নোয়াগ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রেদোয়ান নোয়াগ্রামের মাসুক আহমেদের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাবার সঙ্গে রেদোয়ান ও তার আরেক ভাই বাড়ির পাশে মাছ ধরতে যায়। তখন হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় বজ্রপাত রেদোয়ানের শরীরে আঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার উপপরিদর্শক (মিডিয়া) মফিদুল হক সজল বলেন, বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ওই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।