ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশালে সাড়ে ৩ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
বরিশালে সাড়ে ৩ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ

বরিশাল: বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৩ লাখ ৬০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে।  

সোমবার (২৫ এপ্রিল) ভোরে বরিশাল সদর নৌ থানা পুলিশের একটি টিম বরিশালের চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা ও ঝুনাহার নদীর সংযোগস্থলে এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে একটি পরিত্যক্ত ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) থেকে ১৮টি ব্যারেলে ৩ লাখ ৬০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশক্রমে নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির ও মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ির রেণু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, বরিশাল সদর নৌ থানা পুলিশ জাটকা পাচার রোধের পাশাপাশি অবৈধ রেণু পোনা পাচার রুখতে সর্বদা তৎপর রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।