ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ঘর পেল ৪০৬৯ গৃহহীন পরিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
সিলেটে ঘর পেল ৪০৬৯ গৃহহীন পরিবার

সিলেট: ঈদের আগেই স্থায়ী ঠিাকানা পেয়েছে সিলেটের ৪ হাজার ৬৯ গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘর পেল ওই পরিবার।


 
মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদের মধ্যে জমির দলিলসহ এ ঘর হস্তান্তর করেন।

সারা দেশের ন্যায় সিলেটেও ভার্চ্যুয়ালি গৃহহীনদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করেন তিনি।
 
সিলেট জেলা প্রশাসনের তথ্যমতে, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩য় ধাপে সিলেট বিভাগে ৪ হাজার ৬৯টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮১৭টি পরিবার উপহারের ঘর পেয়েছে। জেলার মধ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলায় ৪২ পরিবার, বিয়ানীবাজারে ১২০, বিশ্বনাথে ৩৩, কোম্পানীগঞ্জে ৩৩, ফেঞ্চুগঞ্জে ১২, গোলাপগঞ্জে ৫০, গোয়াইনঘাটে ২২৪, জৈন্তাপুরে ৮৭টি, কানাইঘাটে ৮৪, সিলেট সদরে ৬০, জকিগঞ্জে ৩৫, দক্ষিণ সুরমায় ২৭ এবং ওসমানীনগরে ১০টি।
 
এর আগে, সিলেট জেলায় প্রথমধাপে ৩ হাজার ১৩৭ এবং দ্বিতীয় ধাপে জেলায় আরও ১১৫টি ঘর হস্তান্তর করা হয়েছে।
 
সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এবার ৬৫ হাজার ৪৭৪টি পরিবার ঘর পাবে। এর মধ্যে সিলেট বিভাগে ৪ হাজার ৬৯ ও জেলায় ৮১৭টি পরিবারকে ঘর উপহার দেওয়া হয়।
 
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশের চারটি উপজেলায় গৃহহীন মানুষের হাতে উপহারের এসব ঘর হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন সারাদেশের মতো সিলেট বিভাগের সব উপজেলা প্রশাসন।  

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।