ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডোমারে গাঁজা-ফেনসিডিলসহ ২ সতিন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, এপ্রিল ২৬, ২০২২
ডোমারে গাঁজা-ফেনসিডিলসহ ২ সতিন আটক

নীলফামারী: নীলফামারীর ডোমারে পৃথক বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ দুই সতিনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালের দিকে উপজেলার বোড়াগাড়ী ও পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের উপ-পরিদর্শক মো. এনামুল হক।

 

আটক দুই সতিন হলেন- জাহানারা বেগম (৫২) ও শাহানাজ বেগম (৪৮)।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সকালে বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী এলাকা থেকে জাহানারাকে ৮০০ গ্রাম গাজাঁসহ আটক করা হয়। একইদিন দক্ষিণ মটুকপুর টেপুপাড়ায় নিজ বাড়ি থেকে শাহানাজকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটকরা টেপুপাড়ার মৃত উমিয়া মামুদের ছেলে ময়নুল ইসলামের স্ত্রী। তবে তাদের স্বামী ময়নুল পলাতক রয়েছেন।

দুপুরে উপ-পরিদর্শক এনামুল হক আটক দুই সতিনকে থানায় সোর্পদ ও বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামালা দায়ের করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলোদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।