ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

তালগাছ থেকে পড়ে তরুণের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
তালগাছ থেকে পড়ে তরুণের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে তালগাছ থেকে পড়ে গিয়ে হাসির খাঁন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা এলাকায় তাল শ্বাস কাটতে গিয়ে পরে আহত হন হাসির খান।

পরে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসির খান জিউধরা এলাকার শাহাদাত খানের ছেলে। করোনা শুরুর পর থেকে হাসির আর ঠিকমত স্কুলে যেত না। স্থানীয়দের বাড়ি ঘরে ছোটখাট কাজ করত।

হাসির খানের প্রতিবেশী বাচ্চু বলেন, দুপুরে তাল শ্বাস কাটতে গাছে ওঠে হাসির খান। হঠাৎ করে গাছ থেকে পরে যায় হাসির খান। পরে আমরা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, তালগাছ থেকে পরে এক তরুণের মৃত্যুর খবর শুনেছি। তার মরদেহ মোংলা থানায় রয়েছে। মোংলা থানায় পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।