ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

চিড়িয়াখানায় ঘুরতে এসে হারিয়ে ছিল ৬৫ শিশু-কিশোর

মিরাজ মাহবুব ইফতি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মে ৪, ২০২২
চিড়িয়াখানায় ঘুরতে এসে হারিয়ে ছিল ৬৫ শিশু-কিশোর

ঢাকা: ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে হারিয়েছিল ৬৫ শিশু ও কিশোর। তাদের প্রত্যেকেই খুঁজে পাওয়া গেছে।

বুধবার (০৪ মে) বিকেল ৫টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় চিড়িয়াখানা তথ্য কেন্দ্র।

নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু নয়নের মা শেফালি বাংলানিউজকে বলেন, সায়দাবাদের ধলপুর থেকে দুপুরে চিড়িয়াখানায় এসেছি। বিকেল তিনটার দিকে জিরাফের শেডে ঘুরতে গিয়ে ছেলে নয়নকে হারিয়ে ফেলি। দুই ঘণ্টা পরে বিকেল ৫টায় আমার ছেলেকে খুঁজে পেয়েছি। আমি আর কখনো ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে যাবো না।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তথ্য কর্মকর্তা ডা. মো. ওয়ালিউর রহমান বাংলানিউজকে বলেন, চিড়িয়াখানায় ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ছিল। যা আশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি দর্শনার্থী এসেছে। ভিড়ের মধ্যে ৬৫ জন শিশু ও কিশোর হারিয়ে যায়। পরে তাদের সবাইকে পাওয়া গেছে।  

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর (ভারপ্রাপ্ত পরিচালক) মো. মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের অনেক চাপ। আজকে প্রায় এক লাখ ২০ হাজার দর্শনার্থী এসেছে চিড়িয়াখানায়। এদের মধ্যে থেকে ৬৫ জন শিশু-কিশোর হারিয়ে গেলে তাদের প্রত্যেককেই খুঁজে পাওয়া গেছে। আমাদের চিড়িয়াখানার কর্মকর্তা ও কর্মচারীরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করছে বলে হারিয়ে যাওয়া শিশু ও কিশোরকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে।

এর আগে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি চিড়িয়াখানায় ঘুরতে এসে হারিয়ে গিয়েছিল ৪০ শিশু।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ০৪, ২০২২
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।