ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মে ৭, ২০২২
মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে জুলেখা খাতুন (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী বাবলু হোসেন। এ ঘটনায় স্বামী  বাবলু হোসেনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৬ মে) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুলেখা খাতুন উপজেলার সামান্তা গ্রামের আবুল কালামের মেয়ে। আটক বাবলু একই উপজেলার নিজামুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুলেখাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বাবুল। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া এতথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেজিয়া গ্রামে অভিযুক্ত বাবলু হোসেনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।