ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

একদিন পর ব্রহ্মপুত্রে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মে ৯, ২০২২
একদিন পর ব্রহ্মপুত্রে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ স্কুলছাত্র তামিম -ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থী তামিমের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (৯ মে) ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বাড়ইগাঁও এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে কর্মরত কিশোরগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ৭ সদস্যের ডুবুরি দলের টিম লিডার মো. হানিফ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।     

তিনি জানান, ঘটনাস্থল থেকে মাত্র দেড়শ গজ দূরে হঠাৎ ভেসে ওঠে নিখোঁজ শিক্ষার্থী তামিমের মরদেহ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আখতারুজ্জামান।

তিনি জানান, ব্রহ্মপুত্র নদের ঘটনাস্থলটিতে ঝর্নার মত পানি প্রবাহ হয়। মূলত নিখোঁজ তামিমসহ তার পাঁচ বন্ধু ঘুরতে এসে ওই স্থানে গোসল করতে নেমেছিল। কিন্তু তারা সাতাঁর জানত না। ফলে নদে গোসল করতে নেমে হঠাৎ তলিয়ে যায় শিক্ষার্থী তামিম।

এ সময় স্থানীয় এক ব্যক্তি ঘটনাটি দেখে নৌকা নিয়ে তামিমকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় দ্বিতীয় দিনের মতো ডুবুরি দলের উদ্ধার অভিযান চলাকালে হঠাৎ তামিমের লাশ নদে ভেসে ওঠে। পরে ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

এর আগে ৮ মে দুপুর ১২টার দিকে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বাড়ইগাঁও এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে তলিয়ে যায় তামিম।

পরে ঘটনার খবর পেয়ে বিকেল পৌনে ৩টার দিকে ওই এলাকায় উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।     

কিন্তু টানা সাড়ে ৩ ঘণ্টার অভিযানেও তার সন্ধান না পেয়ে রোববার উদ্ধার অভিযান স্থগিত করে।

প্রসঙ্গত, ত্রিশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাউসার আলীর ছেলে তামিম ত্রিশাল নজরুল একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।