ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

১৩৬ টাকায় সয়াবিন, হুমড়ি খেয়ে কিনলেন ক্রেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ১১, ২০২২
১৩৬ টাকায় সয়াবিন, হুমড়ি খেয়ে কিনলেন ক্রেতারা

বরিশাল: নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে খোলা সয়াবিন তেল বিক্রির দায়ে বরিশালে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চলাকালে পুরনো দামে কেনা খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা লিটার দরে ক্রেতাদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়।

বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেকটা কম দামে পাওয়ায় ক্রেতারা সয়াবিন তেল কিনতে হুমড়ি খেয়ে পড়েন।  

বুধবার (১১ মে) দিনভর বরিশাল নগরের বাজার রোড, হাটখোলা এবং পিঁয়াজ পট্টি এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, অতিরিক্ত মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় মেসার্স পুলিন বিহারী ঘোষ স্টোরকে ৪০ হাজার টাকা, মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং মেসার্স নিউ রায় অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে হাটখোলা এলাকায় পুরনো দামে কেনা ৩ ড্রাম তেল প্রতি লিটার ১৩৬ টাকা দরে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়। পাশাপাশি বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

বাংলা‌দেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ১১, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad