ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনা সততা, মেধা ও নেতৃত্বে অনন্য: এনামুল হক শামীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ১২, ২০২২
শেখ হাসিনা সততা, মেধা ও নেতৃত্বে অনন্য: এনামুল হক শামীম

ফরিদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, মেধা ও নেতৃত্বগুণে বাংলাদেশে অনন্য বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার নেতৃত্বের গুণ দিয়ে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেওয়ারও ক্ষমতা রাখেন।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ফরিদপুর জেলা আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামীর লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ।

>> ‘ফরিদপুরে আ.লীগ করে অনেকে কোটি কোটি টাকা পাচার করেছেন’ 

>> ‘সবাই ওঠো, মিছিলে যেতে হবে’ বলে মেসের ছাত্রদের নেওয়া হচ্ছে সম্মেলনে

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ১২, ২০২২
এফআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।