ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা দুই ব্যবসায়ীর জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ১২, ২০২২
তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা দুই ব্যবসায়ীর জরিমানা 

রাজশাহী: সয়াবিন তেল কিনতে হলে এর সঙ্গে বাধ্যতামূলকভাবে আরও কিছু পণ্য নিতে হবে! নিয়মটি আজব হলেও গুজব নয়। এমন ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (১২ মে) রাজশাহীতে নিত্যপণ্যের বিভিন্ন স্টোরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

 

পরে এই অভিযোগের সত্যতাও মেলে। তাই দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়।

দুপুরে রাজশাহী মহানগরীর ভদ্রা বউ বাজার ও তালাইমারী এলাকায় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার।

জানতে চাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, তিনিই ওই অভিযানে নেতৃত্বে দেন।

তারা পুলিশের সহায়তায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন ভদ্রা বৌ বাজার এলাকায় অভিযান চালান। এ সময় ভদ্রা বউ বাজার এলাকার রাব্বি স্টোরকে বোতলজাত সয়াবিন তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করার অপরাধে ৫ হাজার টাকা এবং তালাইমারি এলাকায় মেসার্স আব্দুল কাইয়ুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজশাহী ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যলয়ের এই সহকারী পরিচালক।

বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, মে ১২, ২০২২
এসএস/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।