ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

৯২৮ লিটার তেল মজুদ, ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ১২, ২০২২
৯২৮ লিটার তেল মজুদ, ৬০ হাজার টাকা জরিমানা

ফেনী: ফেনীতে অতিরিক্ত সয়াবিন তেল মজুদ রাখার দায়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরের দিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সোহেল চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ফেনী শহরের পৌর হকার্স মার্কেট ও বড় বাজারের কয়েকটি দোকানের গোডাউনে অভিযান চালানো হয়।

এ সময় পৌর হকার্স মার্কেটের আলম ব্রাদার্সের গুদামে ৮টি কার্টনে ১৬০ লিটার সয়াবিন মজুদ পাওয়া যায়। এজন্য দোকানি সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরে শহরের বড় বাজার ইসলামপুর রোডস্থ ভূঞা ব্রাদার্সের গুদামে অভিযান চালিয়ে ৭৬৮ লিটার সয়াবিন মজুদ পাওয়া যায়।

প্রয়োজনের তুলনায় অধিক তেল মজুদ রাখায় দোকান মালিক ফখরুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দোকানে অবৈধভাবে মজুদকৃত সকল তেল তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ১২, ২০২২
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।