ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

দোয়ারাবাজারে ৮ হাজার লিটার ভোজ্য তেল জব্দ-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মে ১২, ২০২২
দোয়ারাবাজারে ৮ হাজার লিটার ভোজ্য তেল জব্দ-জরিমানা

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী বাজার থেকে অবৈধভাবে মজুদ আট হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে বাজারটির ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরের দিকে অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে শফিকুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে আমবাড়ী বাজারে অভিযান চালানো হয়। বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির দায়ে আলমগীর স্টোর, ফখরুল স্টোর, সাগর নদী স্টোর, অনকুল স্টোর, দুর্গা ভাণ্ডার ও পিযুষ ট্রেডার্সকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এই ছয় প্রতিষ্ঠান থেকে জব্দ করা হয় অবৈধ মজুদ আট হাজার লিটার সয়াবিন তেল।
পরে এসব তেলের অধিকাংশই ন্যায্য মূল্যে বিক্রি করা হয়, বাকি তেলগুলো বাজার কমিটির সভাপতি আজাদ মিয়ার কাছে দেওয়া হয়েছে ন্যায্য দামে বিক্রির জন্য।   

নিয়মিত এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ১২, ২০২২
এফআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।