ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

করিমগঞ্জে ঝড়ে ঘর ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, মে ১২, ২০২২
করিমগঞ্জে ঝড়ে ঘর ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ঝড়ে ঘর ভেঙে নিচে চাপা পড়ে আঙ্গুরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের গাংগাইল বিলপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত আঙ্গুরা খাতুন ওই গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী। তাদের সংসারে কোনো সন্তানাদি নেই।  

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১২ মে) বিকেলে উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের গাংগাইল বিলপাড় গ্রামে ঝড়-বাতাস শুরু হয়। এসময় শারীরিকভাবে অসুস্থ আঙ্গুরা খাতুন ঘরে ছিলেন। বাতাস বেড়ে গেলে দুচালা টিনের ঘরটি ভেঙে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, মে ১২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।