ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ১৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ১৫, ২০২২
বগুড়ায় ১৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

বগুড়া: বগুড়ায় ১৩ বছর পর হত্যা ও চুরি মামলার পলাতক আসামি মাসুদ রানা ওরফে ভোলাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (১৫ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (১৪ মে) দিনগত রাত ১১টার দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউপির হরিপুর (বেড়িবাঁধ) যমুনা নদীর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।  

মাসুদ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের রকিম উদ্দীনের ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে মাসুদ রানা ওরফে ভোলার বিরুদ্ধে থানায় একটি হত্যা ও চুরির মামলা হয়। হত্যা মামলায় ওই বছরেই তিনি গ্রেফতার হয়ে ২০০৮ সাল পর্যন্ত জেলে ছিলেন। ২০০৯ সালের শুরুর দিকে তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে যান। এরপর তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউপির হরিপুর যমুনা নদীর পাড়ের বেড়িবাঁধ এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানেই ছদ্মবেশে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে নওগাঁ জেলায় অভিযান পরিচালনা করে মাসুদকে গ্রেফতার করেন। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মে ১৫, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।