ঢাকা: ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের মূল সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা।
রোববার (০৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিকেল ৪টা থেকে সড়কটি অবরোধ করে রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের কারণে আগারগাঁও চত্বরের চতুর্পাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আগারগাঁওয়ের মূল সড়ক।
কোটা না মেধা, মেধা মেধা, আমার দেশ আমার মা বৈষম্য মানি না, ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগে জেগে জেগেছে ছাত্রসমাজ জেগেছে এমন নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এসএমএকে/এফআর