ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঠিপাড়া বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে গণহত্যা দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ১৭, ২০২২
কাঠিপাড়া বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে গণহত্যা দিবস পালন

ঝালকাঠি: ১৭ মে ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা গণহত্যা চালিয়েছিল ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ কাঠিপাড়ায়।

 

দিনটি পালন উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) উপজেলার সবচেয়ে বড় এ বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন, পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা করা হয়েছে।  

সকাল ১১টায় শহীদ বেদিতে ফুল দিয়ে মোম জ্বালানো হয়।  

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাইরুল আলম সরফরাজ।

শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা  ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, স্বামী হারানো মালতি রানি মিস্ত্রি, পিতৃহারা শান্তি রঞ্জন বড়ালসহ গণহত্যায় স্বজন হারানো ব্যক্তিরা বক্তব্য দেন। এসময় বক্তারা বধ্যভূমি রক্ষণাবেক্ষণসহ জনস্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি দাবি তুলে ধরলে জেলা প্রশাসক মো. জোহর আলী সমাধানের আশ্বাস দেন।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ১৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।