ঢাকা: সরকারের অনুমতি সাপেক্ষে ভারত থেকে বেসরকারিভাবে গম আমদানিতে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (১৮ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশন একটি প্রেস কনফারেন্স করেছে। সেই প্রেস কনফারেন্সের কপি আমাদের কাছে পাঠিয়েছে। তারা বলেছে, প্রতিবেশী দেশের জন্য গম আমদানিতে কোনো অসুবিধা নেই। সেটার আলোকে আমরা টেন্ডারও করে যাচ্ছি। আগামী ২৩ ও ২৯ তারিখে আমাদের টেন্ডার আছে। তাদের ঘোষণার পরে জি-টু-জি (সরকার থেকে সরকার) প্রস্তাবও পেয়েছি আমরা।
তিনি বলেন, সরকারিভাবে গম নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা ভারত সরকারকে বলেছি বেসরকারিভাবে যারা আমদানি করে তাদের কি হবে? তারা জানিয়েছে, তাদের সমস্যা হবে না। অনেকেই ভারতীয় গম কিনে রেখেছে। এলসি হয়তো করেনি। সেগুলো তারা সরকারের অনুমতি নিয়ে আনবে।
খাদ্যমন্ত্রী বলেন, গমের জন্য আমরা অন্যান্য উৎসও খুঁজছি। বুলগেরিয়ার সঙ্গে আমাদের এমওইউ হয়েছে। তাদের সঙ্গে একটা মিটিংয়েও আমরা বসবো।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
জিসিজি/ইআর