ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মে ২১, ২০২২
খুলনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খুলনা: খুলনায় নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে রেজাউল করীম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রেজাউল কয়রা উপজেলার মহারাজপুরের খুড়িয়া এলাকার মৃত হোসেন সরদারের ছেলে।

তিনি মহানগরীর মিস্ত্রিপাড়া এলাকায় বসবাস করতেন।

শনিবার (২১ মে) সকালে মহানগরীর মিস্ত্রীপাড়া বাজারের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মিস্ত্রীপাড়া বাজারের পেছনে আমিনুরের বাড়িতে নির্মাণের কাজ করছিলেন রেজাউল করিম। বাঁশ বেঁধে ইট গাঁথছিলেন তিনি। হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে মাথায় আঘাত পান তিনি। সহযোগীরা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে খুলনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ২১, ২০২২
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।